কোনও এক অগাধ বিকেলে
নিজেকে হারিয়ে ফেলি
তোমার সঙ্গে কথা বলে।
প্রকৃতিতে
একটু একটু করে
রোদ্দুর মুছে মুছে যায়
মনের রোদ্দুর জ্বেলে
সেখানে বসাই
তোমার সঙ্গে বলি আলোকিত কথা
কখনও রঙিন স্তব্ধতা
কখনও একটু দূরে
গাছের ঝরে পড়া পাতায়
লেগে থাকে আমাদের কথোপকথন।
পৃথিবী শান্ত হয়ে শুয়ে থাকে
আমাদের দু'জনের কোল ঘেঁষে।
একটি মন্তব্য পোস্ট করুন