সে ফিরেছিল,
তারপর নিভৃত অরণ্যের কঠিন দৃষ্টি এড়িয়ে
চিলেকোঠার ঘরে বাতানুকূল যন্ত্র বসাবে ভেবে
শূন্যদৃষ্টিতে তাকিয়ে ছিল টিনের চালের দিকে,
রাষ্ট্রযন্ত্রের নির্বাক ভ্রুকুটি এড়ানো সহজ ছিল না,
সহজ ছিল না লোভের নির্লিপ্ত চাউনি।
সে ফিরেছিল,
ভিসুভিয়াসের নির্ভেজাল জলধারা হয়ে বইবে ভেবে,
একান্ত ভালোমানুষের সাথে কথা বলার
ঝুঁকিও নিতে চেয়েছিল,
সমীকরণ ছুঁয়ে ছুঁয়ে যেটুকু বোঝা গেলো
সম্ভ্রম বাঁচাতে হাঁটু মুড়ে ভেঙে পড়তে হয়
নৈরাজ্য সৃষ্টির জঞ্জালভরা নর্দমার কাছে,
চাবুক থাকলেও পরিজনেরা ম্রিয়মাণ।
একটি মন্তব্য পোস্ট করুন