বিরোধ - কৃপাণ মৈত্র


তোমার আ্যকোরিয়ামটা দেখিয়ে বললে, বেশ না,

খুব স্বচ্ছন্দ। খাঁচার পাখিগুলো নাকি ডানা ঝাপটে উচ্ছ্বাস প্রকাশ করে।

ওদের ভাষা তোমার বুঝতে কষ্ট হয় না।

ফুলদানিতে গোলাপগুলো ঠেসে ভরিয়ে দিয়ে

বল, এখনও গন্ধটা অমলিন। অথচ তুমি রক্ত দেখে মূর্ছা যাও,

কর্কশ কন্ঠস্বর শুনলে কানে চাপা দাও।

ছেলের মাথায় বিলি কেটে স্বাধীনতার অর্থ বোঝাও।

নিরোর নামে তোমার গা ঘিন ঘিন করে,

এ্যটিলা তোমার দুঃস্বপ্ন।

সাম্রাজ্যবাদ, নৈরাজ্যবাদ তোমার রক্তচাপ বাড়িয়ে দেয়,

টলস্টয়, প্লুটো, ডাফ তোমার স্বস্তির নিঃশ্বাস।

তোমার বারান্দা থেকে তোমাদের বাগানটা

দেখা যায়, দেখা যায় ফুল, পাখি, প্রজাপতি আরও কত কী

স্বচ্ছন্দ জীবন। যেন একফালি স্বর্গ ।

এরা কি বন্দি হলে পৃথিবীর শোভা বাড়ত?

বাস্তবটা বাস্তব হলে অতীত ভবিষ্যতে বাঁধে না বিরোধ।


Post a Comment

নবীনতর পূর্বতন