হারিয়েছে সুখের দিন - বাপী নাগ


 

চোখেতে জল আসেনা এখন

আশা জীবনের নীড়ে

কাঁদিনা আজ নেই চোখে জল

স্বপ্ন নেই মনের ঘরে

 

দুঃখই যে আমার জীবনসঙ্গী

ভালোবাসা নেই প্রাণে

মেঘলা দিনে বৃষ্টির সাথে কাঁদি

কান্না শুধুই এজীবনে

 

বিকেলের শেষ গোধূলি লগনে

আসবে না আর কেউ

কষ্টের বাসার বেঁধেছে এ মনে

যেন এ আবেগের ঢেউ

 

বৃষ্টি জল চোখ দিয়েই ঝরুক

আপন যে হলো পর

জীবনে পেলাম পীড়িত ব্যথা

নিলেনা কোন খবর

 

দুঃখেরই সাগরে ভাসাতে চাও

আমার স্বপ্নের প্রিয়জন

দুঃখের অথৈ জলে ভেসে যাব

আসবে একদিন মরণ

 

চিরবিদায় নিতে চাইনি আমি

এই মনের অন্তর দগ্ধ

এমন কষ্ট বেদনা সবার আছে

তাকে দেখে হলাম মুগ্ধ

 

শিখেছি নিরবে থাকতে একা

নেই কোনো আশা

হারিয়ে গেছে ওই সুখের দিন

নেই যে ভালোবাসা

 


Post a Comment

নবীনতর পূর্বতন