প্রতিটি ভাতের দানায় এখনও ফুটে ওঠে মায়ের দুঃখী উপোসী মুখ
;
শরীরের প্রতিটি নুন ঘাম শ্রম জল বিন্দুতে লেগে থাকে
যন্ত্রণার ক্ষতচিহ্ন ;
জীবনের প্রতিটি ইঞ্চিতে জড়িয়ে থাকে ব্যর্থতা আর অপমানের
ছেঁড়া নকশিকাঁথা ;
তবুও প্রতিটি বিপন্ন রাত্তিরে আধোঘুমের ভিতরে উড়ে আসে
বহুদূরের সাত সমুদ্র তের নদীর গর্জন ;
ভোরবেলা দখিন জানালা খুলে
দু'চোখে ঝিকমিক রুপোলি রোদ্দুর মেখে
ডাক দেয় জোড়া শালিক পাখি ;
বেহুলার মতো দুঃখে ভেসে যাবো না আমি গাঙুরের জলে ,
একদিন ওই নীলিম আকাশগঙ্গা থেকে ছেঁড়া জামার পকেটে
নিয়ে আসবো বেঁচে থাকার রূপকথা স্বপ্নগুলি ।
একটি মন্তব্য পোস্ট করুন