আমি শুধু ভিজতে চাই
বৃষ্টিতে নয় আগুনের জলে
আজকাল শিকড় নয়
অন্ধকারেরা জড়িয়ে ধরে
ভাঙা সাঁকোর হাতছানি দেখি
বুকের বারান্দা ভেঙে চুরে
ঝড় তুলে আকাশে আকাশে
রাস্তায় হেঁটে যায় মানুষের মিছিল
এবং আমিও হেঁটে যাই
কন্ঠে,কন্ঠে প্রতিবাদের মূর্ত ভাষা
অবিরত লেখে আগুনের সহজপাঠ...
একটি মন্তব্য পোস্ট করুন