ক্লান্ত বিকেল - দীপান্বিতা চক্রবর্তী

 

ক্লান্ত অবসন্ন বিকেল

হাতছানি দেয়

ওই আকাশের মাঝে;

ছোট্ট পাখিরা নীড়ে ফেরে,

সারাদিনের ধকল কাটিয়ে।

 

রং পাল্টে আকাশের

গোধূলিতে দেয় ধরা;

কচি-কাচারা বাড়ি ফেরে

খেলা শেষে,

উলু, শাঁখ-ধ্বনি বাজে;

মায়েদের কন্ঠে।

 

তবে আজ কেন জানি,

হারিয়ে গেছে এসব

মিলিয়ে গেছে স্মৃতিতে।

মানুষ এখন ব্যস্ত বড্ড,

নিজ পরিপাটিতে।

 

কিন্তু আছে এখনও সেই;

ক্লান্ত অবসন্ন বিকেল;

প্রকৃতির নিয়মে চলছে,

এক‌ই তালে।


Post a Comment

নবীনতর পূর্বতন