কেন যে ভুল করি বারবার,
একই ভুল– ক্রমান্বয়ে..
কিছুতেই মনের কথা
গুছিয়ে বলতে পারি না।
কি বলতে — কি যে বলে ফেলি
সঠিক সময়ে — সঠিক শব্দগুলোকে
কিছুতেই ধরতে পারি না।
শুধু বয়সটাই পরিপক্ক হ'লো —
সুগন্ধিত হোল না — কথার ব্যাঞ্জন,
তাই আজও ভুল বোঝা-বুঝি
অকারণে রাগ - অভিমান।
সারাটা জীবনভর..
বেজে যায় বুকের গভীরে
বেসুরো — সেতারের তান।
না চাইতেও কেন যে বারবার —
অবুঝ ব্যথার অব্যক্ত সুরে
তোমাকে আঘাত দিয়ে ফেলি!
এ আমার অক্ষমতা, অযোগ্যতা ,
বারবার উন্মোচিত করে দেয়..
ক্ষমাপ্রার্থী আমার এই বিষণ্ণ হৃদয়।
একটি মন্তব্য পোস্ট করুন