জেব্রা ক্রসিং- হাসি বসু


  

জেব্রা ক্রসিংয়ে থেমে আছে ভাঙা ভাঙা জীবন,

সাদা আলো পিছলে যায় পাঁচ আঙুলের ফাঁক

দিয়ে, মনে হয় প্রিজম থেকে বেড়োনো সাতরঙা

আলোর বিচ্ছুরণ। চোখ কচলে বুঝি ওগুলো

ট্রাফিক লাইটের জ্বলা নেভার বর্ণালী বিক্ষণ।

 

পা বাড়াই গন্তব্যের দিকে, সব রঙ-মোছা রাস্তা

শুয়ে আছে ঠিক যেন বিবর্ণ অজগর সাপ,সেই

ধর্মতলা থেকে ভাঙা বাড়ির ফ্যাকাসে উঠোন

পর্যন্ত। ঘরে ঢুকে হ্যারিকেন জ্বালানোর চেষ্টা করি

শেষবারের মতো,তারপরে দেশলাই খুঁজে চলি সারারাত।

 

Post a Comment

নবীনতর পূর্বতন