এই আবেগ, এই সংলাপ - গোবিন্দ মোদক


 

ভাবি —

একদিন সম্ভাষণহীন একটা চিঠি লিখে

তোমার নামে পাঠিয়ে দেবো

ডাকবাক্সের অতলান্ত শূন্যতায়।

কিন্তু কি যেন এক অনিবার্য কারণে

ভাবনাটা ফলপ্রসূ হয় না।

কতো পাতা ঝরে যায়, পালকও ঝরে

কতো সকাল-সন্ধ্যা-রাত্রির আসা-যাওয়া

নামহীন একটা পাখির মতো

রোজ দু‘বেলা আমাকে গান শুনিয়ে যায়

দেখিয়ে যায় অচঞ্চল নাচের কেরামতি,

কিন্তু চিঠিটা আর লেখা হয়ে ওঠে না।

ভাবছি —

পাখিটাকে বলবো —

ছুঁয়ে দিতে কোনও সুরেলা সংলাপ

যা তোমার বাড়ির

কলিংবেলের আওয়াজের মতো

কৃত্রিম অথবা আবেগশূন্য নয়।

 


Post a Comment

নবীনতর পূর্বতন