অরণ্যে ছায়া কাঁপে ঝোড়ো হাওয়ায়
সূর্যের চোখরাঙানি উপেক্ষা করে,
নিরীহ মেঘেরা নিয়েছে ঠাঁই আষাঢ়ে।
যুথী কামিনী কদমের শাখে শাখে
বৃষ্টির আশ্লেষে, কুঁড়ি ভরে ওঠে,
বাগিচায় বাগিচায় ভ্রমরের গুঞ্জন।
কি অভিমানে রাঙা হিজল
নীরবে নিশীথে ঝরে পড়ে,
ভেজা দূর্বাঘাসে, পুকুরের জলে– সেই জানে!!
বৃষ্টির সুবাস বাতাসে
তৃষিত আঁখি-পল্লব ভিজে ওঠে ,
অজানা ব্যথার বোধে–
দিগন্তে মেঘেদের মিছিল
নদীতে হিল্লোল,
বাদলের ধারাপাতে পাখিদের ডানা ভিজে!
কুসুমরাঙা প্রাতে
আষাঢ় গান ধরে আপন ছন্দে ,
একান্তে, মেঘবালিকাদের সাথে!
একটি মন্তব্য পোস্ট করুন