শতবর্ষ পরে, আলোকবর্ষ দূরে
নীহারিকার মাঝে আজও খুঁজে পাই
তোমার মুখ।
চোখে সেই অরণ্যের গভীরতা,
মুখে পাহাড়ের নির্জনতা।
দহন শেষে ধূপের পোড়া ছাই থেকে
আজও ঘ্রাণে মিশে থাকে সেই সুগন্ধী।
মিছিলে বহু অচেনা মুখের ভীড়ে
আজও খুঁজে পাই সেই চেনা মুখ।
তুমি আসবে ফিরে
সাত সমুদ্র তের নদী পেরিয়ে।
অতীতের নীরব স্বপ্নকে জলে ভাসিয়ে
নতুন রামধনু আঁকি।
চোখে অপেক্ষার মায়াজাল–
তুমি ফিরবে নরম রোদ্দুর হয়ে,
তোমার উষ্ণতার পরশ
মাখব সারা গায়ে।
তুমি আসবেই গোধূলি আলোয়
ছেঁড়া মনের কাণ্ডারী হয়ে,
ভেসে যাব স্বপ্নের বুননে তৈরী অচিন দেশে।
তাইতো শবরীর প্রতীক্ষায়
পুরোনো অধ্যায়ের ইতি টেনে
নতুন অধ্যায় রচি।
একটি মন্তব্য পোস্ট করুন