মানব জমিন - দীপঙ্কর বেরা

 

ঘিরে ধরা আকাশ আলো

পাতার ফাঁকে দেখা

ঝিলের ধারে পাখির ওড়া

হয় তো হৃদয় একা।

 

মন মোহনায় গন্ধ সবুজ

দূরের দেশে পাড়ি

ঘুরে ফিরে সান্ধ্যকালীন

ফিরছে নিজের বাড়ি।

 

ও সোনা রোদ দাঁড়াও এসে

করো না মন মানি

বুকের ভেতর তুলে ধরো

গভীর মোহ খানি।

 

ফিরতে দেরি প্রেমের সুলুক

বোঝেনি যার রাঙা

দূর প্রবাহে রাগ জমেছে

পায়নি খুঁজে ডাঙা।

 

অনেক হল ধানাই পানাই

এবার শেখো বসা

হাজার যুগে কত স্বপ্ন

মানব জমিন চষা।

 

Post a Comment

নবীনতর পূর্বতন