আসবে পুজো - দেবাশীষ মণ্ডল


লোকাল ট্রেনে ছুটছে মেয়ে

বাবুর বাড়ির কাজে,

রোজ সকালে বইকে ভুলে

বাসি বাসন মাজে!

 

জন্ম থেকেই মা দেখেনি

রোগে ভোগে বাবা,

অভাব তাদের দিন-দু'বেলা

বসায় শুধু থাবা!

 

ওদের পুজো অন্যরকম

মন মাতে না সাজে,

দুখ তাড়াতে সারা জীবন

সময় কাটে কাজে!

 

তোমরা যখন বাবার সাথে

ঠাকুর দেখো ভিড়ে,

ওদের চোখে অশ্রু ঝরে

তাকায় ফিরে ফিরে!

 

এমন দুর্গা আজও যারা

করছে লড়াই পথে,

তাদের ছেড়ে মাটির দুর্গা

তুলছি সবাই রথে!

 

তাই তো সবাই আমরা যদি

দিই বাড়িয়ে হাত,

আসবে পুজো ওদের ঘরে

দুঃখ কুপোকাত।


Post a Comment

নবীনতর পূর্বতন