তোমার ভালোবাসার মধ্যে
চাঁদের স্নিগ্ধতা নেই
আছে দুপুর রোদের রুক্ষতা,
তোমার মাঝে খুঁজে পাই না ঝর্ণার নাচন
দেখতে পাই নদীর বাঁধভাঙ্গা উচ্ছাস।
তোমার মধ্যে নেই বসন্তের প্রাণ জুড়ানো শীতল বাতাস
আছে কালবৈশাখীর উদ্দামতা।
তবু তোমার জন্যে অনুভব করি
মাধ্যাকর্ষণের মতো এক অদৃশ্য টান।
সূর্যের টান উপেক্ষা করে
পৃথিবী যেমন যেতে পারে না কক্ষ ছেড়ে
আমিও তেমনি পারি না
তোমার ভালোবাসার কক্ষপথ ছেড়ে
ছিটকে যেতে-- কখনও কোনোভাবে।
চাই না আমার কোমলতা
চাই না স্নিগ্ধতা
রুক্ষতা উদ্দামতার মাঝেই
সত্য হয়ে বেঁচে থাক
অন্তরের টান!
একটি মন্তব্য পোস্ট করুন