মন্থন - শম্পা ঘোষ



দুঃখের নদীতে ভাসিয়ে দেই চেনা কাগজের নৌকো,

কলরবের নিত্য যাতায়াতে জঙ্গল খুঁজি-

হৃদয়কে কুর্নিশ করেছিল আর এক হৃদয়

বৈষয়িক আসবাবপত্রের মতো

বস্তুগত হয়ে থেকে গেছে সব.

অনুভবের মন্থনে ঢেউয়ের উত্থান

অস্বীকার করার নয়

আপসহীন নক্ষত্ররা যেমন জেগে থাকে আকাশে

আমার মধ্যেকার একা সেরকমই থেকে যায় গভীর প্রশ্বাসে,

অনুভূতিতে আঘাত হানো তুমি

তোলপাড় করা দাবানল থেকে পোড়া মেঘ জমা হয়।

তবুও উঠানের শ্বেতকরবী আজও স্মিত হয়ে জেগে থাকে,

তোমার প্রতিদিনের কথা মেলায় পাহাড়ি ঝর্ণা ভর করে,

ঘাম সিক্ত বুকে নেমে আসে মানস সরোবর

মোবাইলের রিংটোনে শুধু তোমার প্রত্যাখ্যান

ধুলো ঝেড়ে মন দিই পাহাড়ি কাব্যরীতিতে,

অবুঝ মনের মিছিলে হাঁটতে থাকো তুমি।

Post a Comment

নবীনতর পূর্বতন