তুলির টানে গাঁয়ের ছবি - গোবিন্দ মোদক


তুলির টানে       আঁকার খাতায় 

        আঁকছে মিতুল ছবি, 

নদীর ধারে          পূব-আকাশে 

        উঠছে ভোরের রবি। 



পাখিরা সব          বাসার থেকে 

          যাচ্ছে উড়ে দূরে, 

গোরুর সাথে       চলছে রাখাল 

        মেঠো-বাঁশির সুরে। 



তুলির টানে         মিতুল আঁকে 

        পাড়ার স্নানের ঘাট, 

নদীর ধারে          বটের ছায়ায় 

         ছোট্ট বাজার হাট। 



ঝুঁড়ি মাথায়         সবজি নিয়ে 

          যাচ্ছে কৃষক হাটে, 

মেয়ে-বউরা          স্নান সারতে 

          ব্যস্ত পাড়ার ঘাটে। 



কুমোর ভায়া         ঘুরিয়ে চাকা 

         গড়ছে কলসি হাঁড়ি, 

শিশুরা যায়          পাঠশালাতে 

         কাছেই তাদের বাড়ি



ডালিম গাছে        ঝুলছে ডালিম 

          বাতাসে দেয় দোলা, 

গাঁয়ের পথে          একলা বাউল 

          যেন আপনভোলা। 



ধানের ক্ষেতে         রৌদ্র-ছায়ায় 

           বাতাস করে খেলা, 

ডিঙি বেয়ে             জেলে চলে 

          মাছ ধরবার বেলা। 


তুলির টানে          মিতুল আঁকে 

           ছোট্ট গ্রামের ছবি, 

কলম হাতে           আনমনা ওই 

          নাম না জানা কবি


Post a Comment

নবীনতর পূর্বতন