চালচিত্র - বনশ্রী রায়

  


শ্রাবণের বুক দাউ দাউ আঁচে পুড়লে

     সাদা ধোঁয়া পাখি হয়ে ওড়ে৷

     তুমি বৃষ্টি ডাকলে —

 ভাঙা রোদ্দুর পড়ে চিকচিক করে চোখের কোণ,

      আমি যমুনা হয়ে যাই৷

  তোমার মুঠোর বালিতে আমার পুরাতাত্ত্বিক যুগের

  খনন করা ছেনি হাতুড়ির ভাস্কর্য,

  ভাঙা চালচিত্রে অস্তমিত ধুলোর ছাপ৷

  নুড়ির মতো গড়িয়ে চলার টানে টানে

        শত শত নাগমণি চুলের গোছায় জড়িয়ে রেখে

        উজানের স্রোতে ভেসে চলে শোকগ্রস্থ মন৷

        নাব্যতায় ডুবে মরে বৈতালিক প্রেমের আয়োজন

Post a Comment

নবীনতর পূর্বতন