ঝড় বাকি - অনির্বাণ জানা


এখনো আছে অনেকটা পথ বাকি

তোমার খোঁপায় কনকচাঁপা ফুল

অনেক কথা বলাও আছে বাকি

ঝড়ও বাকি, ভাঙার আছে কূল।

 

কূল ভাঙলে, স্রোতের টানে ভাসা

ভাসতে রাজি, ডুবতেও তো রাজি

তোমার সাথে কূল ভাঙাবার খেলায়

মালা গাঁথি, ভরিয়ে রাখি সাজি।

 

সাজির ফুলে তোমার গলায় মালা

হার মানা হার, তোমার সবই জানা

আমার দিনের, আমার রাতের প্রহর

স্বপ্ন দেখে, স্বপ্নে ছড়ায় ডানা।

 

ডানায় মাখে সোনালি রোদ্দুর

মেঘ মেখে রয় তোমার কালো চুল

তোমার চুলে কনকচাঁপা গাঁথি,

ঝড় যে বাকি, ভাঙার আছে কূল।

Post a Comment

নবীনতর পূর্বতন