প্রবাহের হাওয়া বয়ে যায় মহাশূন্যে,
সেই হাওয়া- উড়িয়ে নিয়ে যায়
তোমার অভিমানের রং
ডাল বন্দী কৃষ্ণচূড়ার ফুলে,
আর তোমার চুলের রাত্রি আরও
ঘন হয়ে ছেয়ে গেছে আমার পাঁজরে,
জঙ্ঘার উত্থানে শাসন পোহানোর রাত,
নীরবতার কোলাহলে চোখে চোখ রেখে
শীতল দৃষ্টির আঁধার পান করার রাত ,
রাত চলে যাওয়ার পর ফকিরের থলির
অভাব নেমে এসেছিলো আমার বুকে,
তখন মৃত জোনাকির ম্রিয়মাণ বিষাদ
কেবল উজ্জ্বল ছিলো নক্ষত্রের মতো,
তারপর ক্লান্ত রাত্রির ঘাম চুয়ে পড়ে
ভোরের শিশির বিন্দু হয়ে ।
একটি মন্তব্য পোস্ট করুন