ফিরে আসছি রূপলেখা - ড. সুব্রত চৌধুরী


 

রূপলেখা

এতদিনের অভিনয় শেষ করে 

এবার সাজঘরে ঢুকেছি - 

সব মুখোশের মেক-আপ ধুয়ে মুছে 

একটু দাঁড়াব নিজের কাছেই

তারপর আমি ফিরব তোমার আশ্রয়ে 

আর একটুখানি পরেই। 

 

রূপলেখা

ক্লান্তি মেখে রেখে 

তোমার কাছে যেতে চাই না। 

মনে আছে

মৃত্যুর উপত্যকা থেকে বারবার 

ফিরেছি তোমার অপেক্ষার ঘরে - 

শীতলতার স্পর্শ পেয়েছি 

 চোখের তারায় - অতল গভীরতায়। 

কখনো বা শ্রাবণের ধারায় আমি ফিরেছি 

প্রবল অনুতাপের আবেশে 

সেই তোমারই ধৈর্যের প্রতীক্ষা নীড়ে 

শুধু স্পর্শ করতে ভয় পেয়েছি 

তোমার জমে ওঠা নীরব অভিমান। 

 

রূপলেখা !

অভিমানী তুমি ঘুমিয়েছো 

হয়তো রাত্রি ফুরাবে না বলেই

আর আমি ঘুমাতে যাচ্ছি 

এক অনুশোচনায় আবিষ্ট হয়ে। 

অজস্র লড়াই করে হয়তো শিখেছি 

চোখ বন্ধ রাখা আর 

মন নিয়ে খেলার কৌশল 

অভিনয়ে অনেক অনেকবার জিতেছি 

এবার শুধুই হারতে চাই - 

অর্বাচীন ছোট্ট বুলেট টা এবার 

থেকেই যাক অন্ধকারের জঠরে। 

 

Post a Comment

নবীনতর পূর্বতন