শ্রেষ্ঠ জীবের তকমা আঁটা নির্বোধ শিরোমণি,
মিথ্যে কথার ছলনায় হৃদয়ে নিত্য কষ্ট স্থাপন।
নকল হাসির শুষ্কতা আড়ালেই যায় রয়ে
মন-মগজের যুদ্ধতে বাস্তব যায় হেরে।
আক্ষেপময় জীবনে সহজেই মিষ্টকথায় বিভোর,
লুপ্ত হবে দুদিন পরে যত আলগা আলাপন।
স্মৃতির পাতা লোপাট করা তবুও কষ্টসাধ্য,
রোজ রাতে ভিজবে বালিশ - গোপন সে গল্প।
মনের ভেতর তীব্র দহন অজানা দোষের কারণে,
আসলেতে আবেগ নিয়ে খেলার স্বভাব কারো।
বহু বাক্য ব্যায় করে দেখা চাঁদ পেরিয়ে সূর্য,
ম্লান রক্তিম আভায় দু'চোখে কত রঙীন আঁকিবুঁকি!
যায় হারিয়ে হঠাৎ করেই যেন অস্তিত্বই ছিল না,
চিরসুখী রাজা-রাণীর কল্পনাতেই সংসার।
নাটক এখন মঞ্চে নয়, জীবনে ঘটে প্রায়ই;
অনুভূতির চোরাবালিতে ঠকে যাওয়ার কারচুপি।
একটি মন্তব্য পোস্ট করুন