এক লহমায় ধ্বংস করো জগতের কালিমাকে ।।
মহাশক্তির চূড়ান্ত রূপ; নির্দোষীর আশ্রয়,
ক্রোধে তাই তুমি কৃষ্ণবর্ণ, ব্যাঘ্র চর্ম গায় ।
অসুরদলনী ,মুন্ডমালিনী ,শোণিত পিপাসু, বিপদহারিনী...
রণরঙ্গিনী ,হে কৌশিকী চিরনৃত্য তব পায়।
গৃহে গৃহে আজ আলোকসজ্জা আকাশে আতশবাজি...
প্রাণের প্রদীপ জ্বালিয়ে রেখো মা মিথ্যা নিয়ে যে বাঁচি।
কেঁদে কেঁদে সব কালি ধুয়ে যায়...
হৃদয় নন্দনে সৌরভ ছড়ায় ;
সবকিছু তাই ছেড়ে দিতে পারি...
ও আলো চরণ না ছাড়ি ।।
একটি মন্তব্য পোস্ট করুন