প্রতীক্ষিত সকাল - বিবেক পাল


এই শরতে-

নদী পাড়ে বালুচরে

কাশফুলে রুপোলি ঝিলিক 

 

রাত গভীরে- 

দীঘির জলে জেগে ওঠে 

পদ্ম শালুক শিউলির সাথে 

 

রাতভর হিম পড়ে টুপ টুপ করে

গাছের পাতায় তৃণলতা দূর্বাদলে 

আকাশ তলে হিমের চাদর  !

 

প্রভাতের রবি কিরণে- 

মুক্তোর মতো হাসে শিশির বিন্দু 

পাখিদের কলতানে জেগে ওঠে ধরনী 

 

সকল ক্লান্তি মুছে দেয় স্নিগ্ধ সকাল

তবুও আঙিনায় অদ্ভুত আঁধার

রাস্তার বাঁকে প্রতীক্ষিত সকাল !

 

স্বপ্ন বুননে পায়ে পায়ে এগিয়ে যেতে 

আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে

বোবা সময়-

 

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন