পরোয়া নেই, পরোয়া নেই
পর্ণা
নতুন সূর্য এনে দেব,
নতুন গান বেঁধে নেব।
আমাদের সন্ততি
আর যাবে না জঞ্জালে,
অন্ধকারের গুহায়
পড়ে থাকবে যত রক্তচক্ষু
আর শাণিত দাঁত, নখ।
গুহা শেষের যে আলোয়
আমরা দেখেছি নতুন ভোর।
স্বার্থ- দ্বেষ- লালসাকে হারিয়ে
পেয়ে যাব এক ভোর।
বন্ধু, না বন্ধু শেষে
একাকী অবেলাতে
বাঁধবেনা কেউ মোরে।
এ গান গাইব আমি
বিশ্বজোড়া জগৎসভায়
আকাশ- বাতাস ভোলাবে যবে
সুশ্রুতের উপহাসতায়।
একটি মন্তব্য পোস্ট করুন