মন যে মনের মণি ক'জন জানে
তোমাকে উপজীব্য করি মাখি আরও অনন্ত জীবন
ঘোর পিপাসার মুখে পিয়াস রেখে ওড়ে কোন পাখি
শুধু অনুবাদ শুধু মন্থন ভাঙি আর জুড়ি মুগ্ধকরণে
বিশাখায় ভাসে বিনত অস্ফূট আগুন—ছোঁবে
ডানা সমারোহে নিহিত স্বপ্নের আপোষ সন্নিবেশ
পৃথিবী তা মানে গহিন মর্মে নিখুঁত নিমজ্জন
নক্ষত্র চিনিনি দস্যুতায় ডুবেছে বেলা
ভাঙনে ভেঙেছে পাড় নিজেকে পড়তে পারিনি
জমিন চিনে নেওয়া এক দুঃসাধ্যের পাঠ্য-আলেখ্য
আমাদের পার হয়ে যাওয়া ফাঁকা আকাশ
আজ অবধি যে সঞ্চার ঠোঁট খুলেছে–সব নাটক
নাটকে মোড়া জিজ্ঞাসা আলোকলতায় উন্মুখ
ছেঁড়া এ জীবন ছড়িয়ে চোরাবালিতে লেপটে
খোসা সার পঠিত মর্মবিদারী বিষাদ
সবই কী খেলার খোলা,অভিমানে মুড়ছে পাঁপড়ি
শুকনো মুখ, ভুলে যাচ্ছে বেলার গান
রোদ্দুর সাজানো বর্ণমালার ওপিঠে যে আছে
ফিরে ফেরে অনালোকিত এক অভিমুখ...
একটি মন্তব্য পোস্ট করুন