ঘুড়ি - অধীর কুমার রায়

 




ঘুড়ি উড়ছে দিগন্তের নীলিমায়।

লাটাই নেই হাতে,

তবু স্মৃতির সুতো ধরে টানি।

ঘুড়ি ঘুরে ঘুরে বলে যায় কানে কানে

রোদ্দুর ভেজা দিনের কথা।

হিমেল সকালে বারান্দায় বসে দু'জনে।

চায়ের পেয়ালা সাক্ষী থাকে

কিছু অবুঝ দিনের গল্পকথার।

গরম চায়ের ধোঁয়া উড়ছে

এখনো উত্তাপে ক্ষতবিক্ষত অনুভবি হৃদয়।

ঘুড়ি উড়ছে।

কখনো মেঘের চাদর ঢেকে দেয়।

আপ্রাণ সুতো ধরে টানি।

তবু কিছুতেই নামে না সে ঘুড়ি

হৃদয় আকাশ হতে।



Post a Comment

নবীনতর পূর্বতন