গন্তব্য - দেবদূত মুখার্জী

 



উজ্জ্বল অবকাশে আঁধারের খোঁজ,

বিকৃত, বিমূর্ত, সাবলীল...

কাব্যচেতনায় অলীক রং,

অচেনা পথের খোঁজে নষ্ট সময়!

কথার অন্তহীন প্রান্তে দাঁড়িয়ে ভাষা,

দিগন্তের সন্ধানে।

অবচেতন অস্তিত্ব, আলোয় আত্মহারা,

জিজ্ঞাসার খোঁজে প্রশ্ন!

চোখের দিশা ঠিক করে দিশাহীন পথ,

মুক্ত ভাবনায় উড়ে চলে অজানা কষ্টে,

বহমান বৈচিত্র হারিয়ে ফেলে ধারণা,

ইচ্ছেগুলো এলোমেলো, সমুদ্রের পথে!

কবিতার যাত্রা মাত্রাহীন দৃষ্টিতে,

খোলা আকাশ, মেঘহীন, শহরহীন...

অবিরাম হৃদস্পন্দন নিস্তব্দতার গন্তব্যে।


Post a Comment

নবীনতর পূর্বতন