দু'পায়ে লোহার বেড়ি - উৎপলেন্দু দাস

 

উজ্জ্বল নীল আকাশ ছুঁয়ে নিশ্চুপ পাহাড়ের শ্রেণী

চূড়ায় চূড়ায় আবেশে জড়ানো বরফের মুকুট

তাদের উপর আঁকা মেঘের ঝালর

শরীরে শ্যাওলা খচিত সবুজ বনানীর মেখলা

ইতিউতি ঝর্ণার দেয়ালা

পাতার ফাঁকে ফাঁকে পাখিদের ওড়াউড়ি

থেকে থেকে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা

ছায়াচ্ছন্ন গভীর খাদের অদম্য হাতছানি

মাঝে কুয়াশার চাদরে ঢাকা বাড়ি ঘর

ছোট্ট বাগান ক্ষেত তেমন নয় আহামরি

পাকদন্ডী বেয়ে ওঠানামা

উঠোনে বসে চুটার ধোঁয়ার কুণ্ডলী বেয়ে আকাশে

উড়ু উড়ু মন চেয়েছে যেতে সব ছেড়ে কিন্তু পারেনি

এখন বুঝেছি নিজেই বেঁধেছি দু'পায়ে লোহার বেড়ি

Post a Comment

নবীনতর পূর্বতন