অমৃত-মৃত্যুর সন্ধানে - গোবিন্দ মোদক


  ফিরতে চাই না মৃত্যুর কাছে,

যেখানে গাঢ় বিপ্রতীপ

থাবাকে সাজিয়ে রাখে প্রাত্যহিকীর নির্যাসে,

যেখানে অতীত, অভিধান আর আকাশ

আলতো করে ছুঁয়ে থাকে যতিচিহ্ন,

ঘুমের ভেতর আরও কোনও ঘুম,

রক্ত মজ্জা মাংস জুড়ে তাথৈ তাথৈ নৃত্য,

সমাপিকা ক্রিয়া আর চিৎ-উপুড় খেলা,

যেখানে চোরাবালি সুখ আর ছায়াপথ

অদৃশ্য সুতোয় নাচায় লক্ষ যোজন সোনালী জীবন,

আলোকবর্ষ দূরে ভাসমান বৃন্তচ্যুত খন্ডচিত্র ....

রহস্যময় কিছু সাংকেতিক ভাষা ....

ফসিল কিছু ভালোবাসাবাসি অথবা জীবন্ত জীবাশ্ম ....

ঝরে পড়া কালের ঘূর্ণিপাতা ....

মরিচাময় জীবন-ক্যানভাস

আর অবোধ জাগতিক লুটপাট .... !

ফিরতে চাই না আর তাদের কাছে;

চাই অমৃত .... চাই অমৃতময় মৃত্যু ....

অথবা মৃত্যুর অভিনয় !!

Post a Comment

নবীনতর পূর্বতন