বসন্তের সকাল - অনুপ কুমার জানা

 



স্নিগ্ধ সকাল মৃদু হাওয়া 

শীতের রুক্ষতা মুছে যাওয়া ,

আম্রমুকুলের সুবাস ভরা

নাতিশীতোষ্ণ নজর কাড়া ;

প্রকৃতি মোরা কাঁচা সোনায়

ওরে, বসন্ত এসেছে হিয়ায়!

 

কোকিল-কণ্ঠ কুহু কুহু

ফাগুনের আগুন বইছে হুহু,

হাসছে সূর্য, গাইছে বিহঙ্গ

বসন্ত যৌবনের ছুঁয়েছে অঙ্গ;

পরিযায়ী পাখি যাচ্ছে ফিরে 

ওরে, বসন্ত এসেছে হৃদয়দ্বারে!

 

শিমুল পড়েছে বড্ড লজ্জায় ,

পুরানো পরিচ্ছদ ত্যাগিছে স্বেচ্ছায়,

মুখখানি রাঙিয়েছে সে ভীষণ

উতলা যদিও এ'ফাগুনে মন!

প্রকৃতি প্রেমিক তো জড়িয়েছে মায়ায়

ওরে, বসন্ত ধাক্কা দিচ্ছে হিয়ায়!

 

আকুল পলাশ বড্ড চঞ্চল 

বিহঙ্গের কূজনে যৌবন ছলছল,

কৃষ্ণচূড়ার কানে কহিছে কতো কি

হারিয়ে যেতে আকাশে মারছে উঁকি;

রক্তিম আবিরে রেঙেছে দু'জনে

ওরে, বসন্ত এসেছে হৃদয়-মনে!

 

আবিরে আবিরে রেঙেছে প্রকৃতি

 মানুষে মানুষে জেগেছে প্রীতি ,

 হিংসা, বিবাদও টেনেছে ইতি

সমাজের নীতি আজ হয়নি বিচ্যুতি,

যুগযুগান্তর বাঁধা এ'পরম্পরায়

ওরে, বসন্ত আজ এসেছে ধরায়

 

Post a Comment

নবীনতর পূর্বতন