তুমি
ছুঁয়ে থাকলে,
রৌদ্রজ্জ্বল
ভোর নেমে আসে।
আকাশে,
বাতাসে, ফুলের সৌরভে
সবকিছুতে
নতুনত্বের ছোঁয়া।
পাখি
সুর তোলে শিস দেয়,
সবুজ
বনানী নতুন রূপে
আমার
চোখে ধরা দেয়।
বয়ে
চলা শতরূপা নদী,
আরও
খরস্রোতা হয়ে ওঠে।
এই
অবুঝ মন ভীষণ রকম
অভিমানী
হয়ে উঠলে,
জল
ভরা মেঘে হঠাৎ এক পশলা
বৃষ্টির
মতো তুমি ছুঁয়ে দিলে,
আমার
গাছের পাতারা
উজ্জ্বল
হয়ে হাসতে, দুলতে থাকে।
শুকনো
ডালে কুঁড়ি ধরে ফুল ফোটে।
তুমি
ছুঁয়ে ছুঁয়ে থাকলে,
এমনই
সব নতুন কিছু সৃষ্টি হয়।
কষ্টগুলো
তখন কষ্ট মনে হয় না।
দুঃখগুলো
আমায় সহজে ছুঁয়ে দিতে পারে না,
তোমার
বাদলধারায় আমি সিক্ত হই,
আমি
সম্পূর্ণা নারী হয়ে উঠি।
আসলে
পবিত্র ভালোবাসায় সব হয়
যা
না ভাবতে পারো তাই হয়!
সব
অসম্ভব সম্ভব হয়,
দূরে
থেকেও ছুঁয়ে থাকা জিওনকাঠির স্পর্শে!
একটি মন্তব্য পোস্ট করুন