পালকের নীচে ক্ষত - জয়িতা চট্টোপাধ্যায়




দূর থেকে দেখি তোমার কপালে আকাশ

দৃষ্টি থেকে পালিয়ে গেছে দিগন্ত

টেবিলে খুলে রেখেছি বুকের পালক

তারারা বাতি জ্বালিয়েছে আদিগন্ত।

 

আজ তোমার আলোর রং নীল

এত দূর থেকে তোমায় অপার্থিব লাগে

বিষিয়ে ওঠা অসুখ শরীর দেখেছি

দেখেছি পালকের নীচের পোড়া ক্ষতের দাগে।

 

সমস্ত সহনীয় অসুখ সংক্রামিত করো

সংক্রামিত হোক পবিত্র মহামারী

আজ প্রতিরোধ কঠিন হবে আরও

ঝরে যাবে রাতের শরীরে পালকের নারী।

 

Post a Comment

নবীনতর পূর্বতন