যা বলছিলাম । কত কিছুই পথ পেরোতে গিয়ে
চোখে পড়ে ডাইনে বাঁয়ে প্রতিদিনই প্রায় ,
হতে পারে শহরে তা ভিড়ের মাঝে জীবন
গ্রামে আবার বটের ছায়ায় সেটাই খোলা মন ।
যেটাই হোক , দুয়ের মাঝে ব্যবধানও বিরাট
শহরে যা বইয়ের পাতায় ইতিহাসের কথা ,
দিঘির পারে বাউল-গানে সেটাই দিনকাল
গল্প বলে সামনে নজর পড়শির মুখখান ।
যা বলছিলাম । পরিশেষে সময়টুকু খরচ
সবারই হয় একইরকম যে যা ভাবুক না ।
তবুও যেন শহর শেষে বইমেলার ঝঞ্ঝাল ,
গ্রাম থেকে যায় ভিড় এড়িয়ে সদুত্তরের আশায়।
বিজ্ঞজনের প্রাজ্ঞবচন দুয়ের সীমানাতেই
স্তোত্র বলে কেউ না বুঝুক প্রতিরূপক হয়ে,
সেটাই আবার কালের বচন পদাবলী হলে
আমরা খুঁজি মনের মানুষ ধূ ধূ পথের ধারে ।
পরিশেষে করতে গিয়ে খুঁটিনাটি হিসেব
ভুল করে সবাই দেয় লুকোচুরির দান ।
একটি মন্তব্য পোস্ট করুন