জীবনের রক্ষক - বিজুরিকা চক্রবর্তী


 

তোমার জীবন আমার কাছে পেশা-

দিনরাত জেগে টাকা রোজগার নেশা!

মানসিক স্থিতি যতই টলাক তোমায়-

আবেগ দিয়ে ভাববার নেই সময়;

তোমার জন্য এত আছে নাকি অবসর?!

ব্যস্ত রয়েছি কাজ আছে দেখো দিনভর।

তোমার মতন আরো কত কে রয়েছে-

বোঝাতে এসো না কি একেবারে হয়েছে!

জানোই যখন টাকাতেই আমি তুষ্ট-

বিরক্তি দিয়ে করো না আমায় রুষ্ট!

 

আচ্ছা বলতো, আমার কি কোন ঘর নেই?

আমিও তো আছি রক্ত আর মাংসেই,

পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে আজ-

তোমাদের সেবা করাটাই দেখো মোর কাজ;

ছুটির সংজ্ঞা আমার কাছে শূন্য,

প্রাণ বাঁচালেই রাত হয় পরিপূর্ণ;

ভগবান আসনে দোহাই তুল না আমায়-

যন্ত্রণা হয় শয়তান স্থানে নামায়!

আবেগ আমি প্রকাশ করি না ঠিক তাই-

তোমার কষ্টে গোপনেই আমি কেঁদে যাই।

 

Post a Comment

নবীনতর পূর্বতন