হামাগুড়ি দিই প্রয়োজনে
ডিগবাজি দিই না, ভীষণ অপছন্দের
কাত হয়ে শুই নিতান্ত স্বচ্ছন্দে
স্বত্বের নিশ্চিন্তে ছড়াই হাত-পা
চুমুর বাণিজ্যে চোতরা পাতা লাগে গায়ে
শ্বাসের দুর্গন্ধে লোপ পায় জ্ঞান
বারোয়ারি পণ্যে ক্যামেরা গেলেও
লোভের শকুন কখনো ওড়ে না
কখনো বৃক্ষের শীর্ষে উঠে দ্রুত
চিতা হতে নিই না সময়
নাকের বদলে নড়ুন না দিয়ে
সরল অঙ্কের সমাধানে থাকি
কাবাডি খেলায় পারদর্শী বেশ
যে জানে না সে মুর্খ
চিরতার জল খেয়েছি অনেক
করলার তিতা ইলিশের ঝোল
তৈলাক্ত বাঁশের অংকে ব্রেন যাদবের
শ্যাওলায় সাম্পান চলে অনিবার
হোঁচট সংস্কৃতি ভেলায় ভাসিয়ে
বেহুলা বধের নয়া লখিন্দর আমি।
একটি মন্তব্য পোস্ট করুন