তোমাকে আজ বড় অসহায় লাগছে;
দারুণ কোনো দুঃখ করে কোনো লাভ নেই,
তার চেয়ে বরং চনমনে ভাবে থাকা অনেক ভাল।
ভাবনার দোলনায় থেকে একা বিমর্ষ
উপেক্ষিত করে চলতে থাকো;
দেখতে দেখতে হয়ে যেতে পারো
সুখী মানুষ সম্পূর্ণ,
অর্থাৎ দুশ্চিন্তা
যতদিন এড়িয়ে থাকা যায় মনের মঙ্গল।
একদিন কথার বাকল নিংড়ে
শব্দ ঠিক সুন্দরে সেজে উঠবে,
ততদিনে তোমাকে কাতরতা
বেশি করে ভুলতে হবে,
মনে অশান্তি থাকলে
শান্তি সন্ধান করে কোনো লাভ নেই।
একাকীর মধ্যে দর্শনের নানা ছাপ;
নানাবিধ কায়দায় জেগে তো ওঠে
বেঁচে থাকার মাঝে টিটকিরি যাওয়া-আসা করে
যতদিন না লক্ষ্য পূরণ হয়।
ধৈর্যকে বশে রাখা
আর আনমনে ঝিলের পারে আসা;
কাহিনী একই তো হতে পারে না
তার চেয়ে মনের ম্লান সরিয়ে
এখন তুমি কী করবে;
খুঁটিনাটি বিষয় ভেবে দেখার সময় হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন