অপেক্ষা - প্রতীক মিত্র


 

অপেক্ষাটা আর একটু নাটকীয় হলে মন্দ হত না।

কথা হল বার্তা হল ঢুলুনি হাইঝাপসা চোখে টিউবলাইট

তাও হল! খোলা জানলায় আলোর তীব্রতা বাড়ে কমে।

মাথার ওপরে ফ্যান শীতের ধুলো নিয়ে অনিচ্ছায় নিয়তি সাজে।

ভালোবাসা হলেও নাহয় অস্ফুটে বলে দিতো ফাইট!

বিকেলও নিজেকে ক্রমে মুড়ে নিল মনোক্রমে।

সাধ আর সাধ্যের আর একটু যেন বাড়লো সীমানা।

দেওয়াল ঘড়ির ঘন্টাগুলো কোনো দৈবনির্দেশ হয়ে বাজে।

দিনযাপন এতটাও নয় ম্যাড়ম্যাড়ে জানি

দেওয়ালে বসে বেড়াল তোলে হাই।

বইয়ে পাতার ফাঁকে বাহারি মৃত প্রজাপতির বাকি রয়ে গেল ওড়াই।

বন্ধ মুঠোয় আটকে তখনও রেখেছি কোন সম্ভাবনা?

কথা হল বার্তা হল ঢুলুনি হাইঝাপসা চোখে টিউবলাইট

তাও হল! খোলা জানলায় আলোর তীব্রতা বাড়ে কমে।

অপেক্ষাটা আর একটু নাটকীয় হলে মন্দ হত না।


 


 

Post a Comment

নবীনতর পূর্বতন