সময়দানি - গোবিন্দ মোদক


ঝমঝম করে নেমে এলো একটা বিকেল

আর সন্ধ্যারানী তার তোরঙ্গ খুলে

বার করতে বসলো তার সাবেকি নীলরঙা ওড়না।

আসলে সাহিত্যে এমনটাই ভাবা দস্তুর

অথচ অঙ্ক জানে যে –

সময়ের নিবিড় নিক্তি মেপে

সূর্য কতোখানি সরে গেলে বিকেল ঢলে যায়

আর সন্ধ্যা নামার কতোটুকু বাকি থাকে!

 

জ্যামিতি আবার এসবের এককাঠি ওপরে

সে আবার মাপতে বসবে দ্রাঘিমারেখা

কতো ডিগ্রি কোণে সূর্য হেলছে

তার পুঙ্খানুপুঙ্খ হিসাব।

অথচ আশ্চর্য এই যে —

তার হিসাবপর্ব চুকে যাবার আগেই

সন্ধ্যা নেমে আসে

আর একটু একটু করে রাত্রি ঘনিষ্ঠ হতে চায়

ষোড়শ তারার সঙ্গে

অলক্ষ্যে কৃষ্ণ-সময় হাসে

কেন না তার কোথাও যাওয়ার তাড়া নেই,

ছিলও না কোনওকালে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন