একটু প্রেমের জন্য - সৌরভ সাহা


 

সত্যিটা সোজাসুজিই বলি তোমায়–

সহজ ছিল না "ভালবাসি" বলার শর্ত!

পাছে তোমার চোখের পাতার শিশিরে,

গুমোট মেঘের কালো ছায়া দেখি!

 

মন খুলেই বলছি– কতো যে কঠিন

ভালবাসার চৌকাঠ পেরুনো একলাফে!

পাছে গুমোর দেখানোর অছিলায় তুমি

রাতের ছাউনি টেনে যাও অজ্ঞাতবাসে!

 

আজ শাসনে রেখেছি শিকারী ভ্রুকুটি আর,

টুকিটাকি নীরস যুযুধান তক্কো জন্মের যতো।

দেখো রোদের কুঁড়ির গালচে পাতা দুয়ার–

তত্র ফেলবে নখের আঁচড়, তাই প্রতীক্ষারত।

 

বড্ড সস্তা, মুঠোফোনে টুকি দিয়ে আড়ালেই

প্রেম গোঁজা ইমোজিতে! তাই ঢেউয়ে ভেসে

কলম্বাসের মতো নোঙর– সুলুকের সন্ধানে,

চেনা যে হরিৎ দ্বীপে– সে তোমারই সৈকতে।

 

এসো তিয়াসা, জাফরানী বিকেল কণ্ঠলগ্না–

সব সংশয় আজ, উপেক্ষার সৃজনে মত্ত।

"ভালবাসি" সোজাসুজিই বলি তোমায়–

সহজ ছিল না "সত্যিটা" বলার শর্ত!

 

Post a Comment

নবীনতর পূর্বতন