কবির জীবন - শংকর ব্রহ্ম

 

একটি কবিতা আমি পেয়ে গেছি

                       ভোরবেলা পাখির কূজনে

একটি কবিতা আমি পেয়ে যাই খররৌদ্রে

শীতল জলের টানে দুপুরের রমণীয় স্নানে।

 

একটি কবিতা আমি খুঁজে ফিরি সন্ধ্যায়

            গড়িয়ায় পিক্লুর চায়ের দোকানে

একটি কবিতা আমি লিখে ফেলি

          অকস্মাৎ রাত্রির গোপন আমন্ত্রণে

 

একটি কবিতা শুধু কাছে আসে

                           চিরতরে সরে যাবে বলে

একটি কবিতা শুধু দূরে গিয়ে

     ভালবেসে অনায়াসে কাছে আসে চলে

 

কবির জীবন কাটে কবিতার সাথে

        এইভাবে বিষাদ-সুখে দিবসে ও রাতে

 

Post a Comment

নবীনতর পূর্বতন