দৃষ্টিপ্রদীপ - অধীর কুমার রায়


পৃথিবী ভরে গেছে আগাছায়।

গাছেরা কাঁদে,

পরজীবী আর পরভোজী

রেখেছে তাকে আকীর্ণ করে।

শিকড়ে টেনে আনা প্রাণের রসদ

কী অদ্ভুত ভঙ্গিমায় ছিনিয়ে খায়।

 

জাত যায় নদীর,

জলপ্রবাহ ঢেকে দেয় কচুরিপানার দাম।

 

মিষ্টি কথার ফানুস ড়ায় স্বর্ণলতা।

সবাই পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়।

রাহাজানির মিছিল চলে পথে।

পৃথিবীতে সন্ধ্যা ঘনিয়ে আঁধার নামে

এখনই পথে আলো জ্বালাতে হবে।

 

সাঁঝে গফুর পাগলা হাঁক দিয়ে যায়

দৃষ্টিপ্রদীপ জ্বালো।

 

Post a Comment

নবীনতর পূর্বতন