আমাদের দেখা হোক কোনো এক অনাহুত সন্ধ্যায় ,
দেখা হয়ে যাক কোনো চিরাচরিত রাস্তার গলির বাঁকে।
আমাদের দেখা হোক কোনো পড়ন্ত বিকেলের শেষ সূর্যাস্তের দৃশ্যে,
কোনো এক বৃহস্পতিবারে।
দেখা হোক কোনো বৈরাগীর একতারার সুরে,
দেখা হোক চলে যাওয়া ঝড়ের মলিন তাণ্ডবে।
বা দেখা হয়ে যাক সময় শেষের অবসরে,
গোপনে অতি নীরবে
দেখা হয়ে যাক চায়ের কাপের চুমুক দেওয়ার পূর্ব মুহূর্তে
দেখা হয়ে যাক হঠাৎ দেখা জোড়া শালিকের বেশে
দেখা হয়ে যাক তোমার নব্য রজনীর সাথে যুগলে,
তবুও দেখা হোক!
আমি বিস্মিত হতে চাই তোমায় দেখে।।
একটি মন্তব্য পোস্ট করুন