আপোষ - তৃষিতা মিত্র


তারপর একটা দু'টো অনেকগুলো রাস্তা পেরিয়ে

হঠাৎ পেছনে ঘুরে দেখি, দু'হাত বাড়িয়ে

আমায় ডাকছে হাজার রঙের শৈশব ;

অস্পষ্ট অচেনা অজস্র মুখের ভিড়,

সোনালি আকাশ আর দিগন্তজোড়া মাঠ-

বুঝলাম সময়ের স্থবিরতা বুকে শুধু

ছ'পান কড়ি গুনতে গুনতে অলস বেলা কাটিয়েছি-

জং ধরা শার্সি, জ্বলে ওঠা আলেয়ার হু হু আলো

বাগদি বুড়ির চুবড়ি ভরা শাক, সাঁঝের তারার দল

সকলে, সকলে আমায় যেন

নিশির মতন পিছু ডেকেছে!

ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে

চলে গেছি চাঁদের সীমান্তে,

অরণ্যের গহীন বাঁকে, নদী, পর্বতে;

সমুদ্রের পথ ধরে হেঁটে তীরে বসে

এঁকেছি সরু বালির রেখা - কুহু কুহু

কোকিলের বসন্তগান, বরষার আস্ফালন,

বন্যা পূর্বাভাস, রুক্ষ খরা আমায়

দগ্ধ করেছে; তবু ঈশ্বরের দিব্যি, "হে

সর্বশক্তিমান, আজও আমি মিথ্যে বলতে শিখিনি!"

 

Post a Comment

নবীনতর পূর্বতন