প্রকৃতির রঙ ধুয়ে ধুয়ে বিবর্ণ হচ্ছে
গভীর রাতে অসহায় চাঁদের জোছনা ছড়িয়ে পড়ে প্রকৃতির বুকে
ছন্নছাড়া সংসার আরও ছন্নছাড়া হয়ে যায়।
ঘুরছে পৃথিবী, ছুটছে মানুষ -
শান্তি নেই কোথায়ও একটুও
প্রকৃতির রূপ ঝলসে যাচ্ছে নীরবে
সপ্তর্ষিমন্ডলের আলোয় বেঁচে থাকার জন্যে উন্মুখ মানুষ।
গরীবের উনুন প্রতিদিন জ্বলে না
ঝলসে যাওয়া প্রকৃতির শরীর বড্ড খারাপ
শুকিয়ে যাওয়া ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম
ফুল পাখিদের কান্না কাব্য হয়ে যায়।
মানুষ সভ্য হয়েছে, প্রকৃতি হয়েছে ব্রাত্য
ভাঙা ভাঙা সুখ চুরি হয়ে যায় সভ্যতার আঙিনায়
মেঠো পথে কান্না জমা হয় অলীক অন্ধকারে
তবুও হাঁটুভাঙা রোদ্দুর পেরিয়ে মানুষ বেঁচে থাকবে চিরকাল।
একটি মন্তব্য পোস্ট করুন