ইচ্ছেতালিকা দীর্ঘ হতে থাকে।
আকাশ ঢাকা পড়ে ইমারতে।
ঝাঁকে ঝাঁকে পাখিরা যে ফিরতো…
মোজাইকের পুরোনো চেনা নক্সার দিকেই চোখ যায়।
মোবাইল ফোনে মেসেজ আসতে থাকে রোজকার মত।
অভ্যেসের তালে চলতে দুলতে এক-একদিন কেন যে…
কয়েক লাইন গুনগুন করে গাওয়া এক ফাঁকে;
স্বপ্নের সিঁড়ি ধরে ওঠার সময়ও হয় হাতরাতে?
ডাস্টবিনের ডিবে উলটে নোংরা উপচে পড়েছে প্রসঙ্গত
মনে পড়ে।
ঘরের হারানো খুঁটিটার খোঁজ চলে শীলনোড়ায়।
বড্ড ক্লিশে হয়ে গেছে নিজের নিজেকে খুঁজে।
ইমারতে ঢাকা পড়া আকাশ আর কতটুকুই বা জানে
এই হৃদয়কেও স্পন্দিত হতে হয় কত সাবধানে।
ইচ্ছেতালিকা দীর্ঘ হতেই থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন