জৈষ্ঠের ভরদুপুরে –
ছায়া মাখে শরীর বৃক্ষতলে
ঘাসের গালিচায় রাখাল ছেলে।
গোধূলির আলো মেখে
সদলে ঘরে ফিরে আসে।
বাতাসে সুর ক্লান্তি আর বিষাদের।
দিনশেষে –
উঁকি দেয় সন্ধ্যাতারা
পশ্চিমাকাশে।
ঘরে ঘরে জ্বলে ওঠে আলো
কেঁপে ওঠে তার শিখা
হৃদয়ে আগুন জ্বালাতে!
দিনশেষে –
ফুলকিগুলো ; আজও অবিচল
আঁধার সরাবে বলে।
একটি মন্তব্য পোস্ট করুন