পথ চেয়ে - অধীর কুমার রায়

 


এখনো পাল্টায়নি বাড়ির নম্বরটা।

সুভাষ স্মৃতি লেনের গলির শেষ

সদর দরজা এখনো হাট করে খোলা।

সেই হলুদ রঙের জামাটা এখনো

খুঁজে পায় কৃষ্ণচূড়ার সঙ্গে তার মিল।

 

এখনো ঝিনাই দিঘির কালো জলে

নুইয়ে পড়া বাঁশঝাড়ের তলায়

‘কবে উঠবে আবার ফাল্গুনী চাঁদ?’

বসে থাকি তার অপেক্ষায়।

ঝিনাই দিঘির মেঠো হাওয়া এখনো গায়

আমলকী ডালে বসে আগমনী গান।

আর দিঘির জলতরঙ্গ সোনার কলমে

লিখে যায় ফিরে আসার কবিতা।

 

বিরহী মিছিল একদিন ফিরে যাবে

ব্যর্থ মনরথে।

প্রভাতী সূর্য বিশ্বাসে হাতে হাত রেখে

কানে কানে বলে যাবে-

“একদিন আবার বেজে উঠবে মোবাইলে

চিরপরিচিত চেনা সেই রিংটোন।”

 

Post a Comment

নবীনতর পূর্বতন