জমুক মেঘের পাহাড় আষাঢ় শ্রাবণ জুড়ে
ক্ষণিকের স্থিতিতে উজাড় করে
ভালোবেসে মায়ার আবেশে
আবেগে আপ্লুত হয়ে ভেসে যাক পূবালী বাতাসে
বন্দী হৃদয়ের দুয়ারে সজোরে কড়া নেড়ে।
নামুক শীতল বাদল ধারা দিবসে নিশীথে
ধরণীর উন্মুক্ত বুকে তৃষ্ণার্ত উপত্যকায়
শ্যামল শোভার গভীর প্রেমে
মেঘ যুবতীরা মুক্ত প্রাণের আদিম উল্লাসে
মেঘমল্লারের সুরে নাচ গানে উঠুক মেতে।
ধরণীর গর্ভাধান, তৃপ্ত সবুজ জীবনের গান
দূর দিগন্ত পেরিয়ে দৃষ্টির সীমানা ছাড়িয়ে
ছড়িয়ে পড়ুক প্রকৃতির গহীনে
সৃষ্টি আসুক নব নব বিচিত্র রূপে
সুরের মূর্ছনায় মঙ্গলাকাঙ্খায় হোক ধরার ঋতুস্নান।
একটি মন্তব্য পোস্ট করুন