স্মৃতিকণা - জিনিয়া কর


অনেকের স্মৃতি রাখা থাকে শুনেছি

পুরনো খাতার ভাঁজে, কি চিলেকোঠার ঘরে,

আমি রাখতে পারিনি স্মৃতিকে কোথাও

কোথাও বিছাতে পারিনি মনটা খুলে।

কখনো যাইনি আমি নীল জলে ভেসে

কিংবা উড়ে দিগন্তে!

শিকলে বেঁধেছিল কি জানি কে কবে

শিকল ভেঙ্গে গেলেও আজ.....

ডানা অচল হয়ে গেছে।

কখনো চাইনি কিছু , সে বোধহয় না

ভালোবাসাই তো সব চাওয়া।

সে চাওয়া কি আর পূর্ণ হয়?

একটু ছোঁয়া পেতে চেয়েছিলাম উষ্ণতার,

বলতে চেয়েছিলাম কাউকে ভালো লাগাগুলো।

হয়তো সে প্রেমিক নয়, প্রিয় বন্ধুও হতে পারতো!

বিশ্বাসে কোথায় যেন মরচে পড়েছে,

হতাশা হয়েছে ঘন।

মেঘলা দুপুরে জানালায় বসে জল ছুঁতে চাওয়া

সেই বালিকাটি বাঁচে কেন যে এখনো মনে!

রাখতে পারিনি স্মৃতির একটা কণা

তবু মন কিছুই ভোলায় না কেন?

 

Post a Comment

নবীনতর পূর্বতন